ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হাসানসহ ৫ জনকে জিজ্ঞাসাকাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

- Advertisement -google news follower

নিহত যুবকের নাম রমজান আলী। সে দাঁতমারা ইউনিয়নের পূর্ব তাঁরাখো ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে আহমেদ ছাফা নামে এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করা হলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

- Advertisement -islamibank

এ ঘটনায় গুরুতর আহত হয় হাসান নামে একজন। পরে বাজারের ব্যবসায়ীরা রমজান ও হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

নিহত রমজানের মা নুর নাহার বেগম তাঁর ছেলে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহতের ভাই মোহাম্মদ আশরাফ এ ঘটনায় স্থানীয় আহম্মদ ছাফাকে দায়ী করছেন।

নিহতের অন্য স্বজনরা জানান, তিন চারজন মিলে ছুরিকাঘাত করে রমজানকে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া আরও ৪ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আহত মোহাম্মদ হাসান বলেন, ‘কয়েকদিন আগে আমার একটি মোটারসাইকেল ছিনতাই হয়েছে। আহম্মদ ছাফার সাথে এ ব্যাপারে কথা বলার একপর্যায়ে আমাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।

এ ব্যাপারে হাটহাজারী সার্কেল এএসপি কাজী মো.তারেক আজিজ বলেন, শান্তিরহাট বাজারে হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী রমজানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে হাসানসহ পাচঁজনকে আটক করা হয়েছে।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা ও অপর একজনকে আহত করার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM