মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলৎকার: মাদ্রাসা শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুরস্থ রেল স্টেশন এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলৎকার করার অভিযোগ উঠেছে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

- Advertisement -

বুধবার (১৮ মার্চ) ভোর রাত চারটা সেহেরির সময়ে অলি উল্লাহ (২২) নামে এ শিক্ষার্থীকে হাতেনাতে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

- Advertisement -google news follower

বলৎকারকারী অলি উল্লাহ নওগা জেলায় রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর ছেলে এবং হাটহাজারীর ঐতিহ্যবাহী একটি মাদ্রাসার এইচএসসি সমপর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সেহেরির পূর্বে ভোর রাত চারটার দিকে হাটহাজারী পৌরসভা এলাকায় মানসিক ভারসাম্য এক ব্যক্তিকে বলৎকার করছিলো মাদ্রাসা শিক্ষার্থী অলি উল্লাহ।

- Advertisement -islamibank

দুর থেকে স্থানীয় এক যুবক ঘটনাটি দেখতে পেয়ে মোবাইলে দৃশ্যটি ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে বলৎকারকারী শিক্ষার্থী বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে ভিডিও ধারণকারী যুবকের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতার রোষানল থেকে মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারের পর আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুরো ঘটনাটি যাচাই বাছাই ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM