ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : ডিবি প্রধান

অনলাইন ডেস্ক

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক

- Advertisement -

শনিবার (২৯ মার্চ) সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

ডিবি প্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম করা হবে। ঢাকা মহানগরীর ৫০টি থানা এলাকায় কাজ করছে টহল টিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপণি বিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM