টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

- Advertisement -

সোমবার (৩১ মার্চ) এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -google news follower

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার ভোরে টোঙ্গার মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে, ভূমিকম্পের মাত্রা নিয়ে মতপার্থক্য দেখা গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে।

- Advertisement -islamibank

যদিও প্রাথমিকভাবে তারা একে ৬ দশমিক ৬ মাত্রার বলে উল্লেখ করেছিল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। তাই স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টোঙ্গা পলিনেশীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এক লাখের বেশি মানুষের বসবাস, যাদের বেশিরভাগই মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দেশটির বেশিরভাগ দ্বীপেই সাদা বালুর সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট রয়েছে। সূত্র: রয়টার্স।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM