টিকটক করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যুবক নিহত, আহত আরও ২

অনলাইন ডেস্ক

টিকটক করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামে দুই যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।

- Advertisement -google news follower

তবে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক ভিডিও করছিলেন। এ সময় ব্রিজের ওপর থাকা তারের সাথে জড়িয়ে তারা ছিটকে পড়ে ব্রিজের নিচে। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান।

- Advertisement -islamibank

আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তারেকও মারা যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকটক ভিডিও করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত যুবকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM