ষষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে সংগঠনের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সম্মেলনের শেষ দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নতুন চেয়ারম্যান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।
জেএন/এমআর