পতেঙ্গায় স্বর্ণ-মোবাইল-ল্যাপটপ ও বিপুল সিগারেটসহ আটক ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড় এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার সময় জব্দকৃত মালামালের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে করছে পুলিশ। তাছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

- Advertisement -google news follower

আটক ৫ জন হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা মো. তৌফিকুর রহমান সোহাগ, মো. আকিদুল আলম শান্ত, মো. হাসান মুরাদ, মো. নাইমুল হক ও মো. মনির আহমেদ।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ১ কেজি ১৫৭ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ১৩ কাটুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

- Advertisement -islamibank

পুলিশ আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা দুবাই থেকে এসব মালামাল চট্টগ্রাম বিমানবন্দরে নিয়ে এসেছিলেন এবং বিমানবন্দর থেকে এগুলো বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে জানিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM