চট্টগ্রামে চোরাই সিএনজিসহ পুলিশের জালে ধরা পেশাদার চোর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া-কর্ণফুলির সিডিএ টেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই সিএনজি অটোরিকশাসহ পেশাদার এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গোপন সোর্সের খবরে গত শুক্রবার রাত ২টার দিকে কর্ণফুলি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার চোরের নাম মো. আবুল কালাম (৩৩)। সে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার আরব মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, পেশায় তিনি একজন সিএনজি চালক হলেও দীর্ঘদিন ধরে তিনি চোরাই টেঙি কেনা–বেচার সঙ্গে জড়িত। সে পেশাদার চোর।

- Advertisement -islamibank

তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া, সীতাকুণ্ডসহ একাধিক থানায় চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তার কালাম আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য কিনা তা যাচাই–বাচাই করা হচ্ছে।

তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM