বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকা ভেন্যুর প্রথম পর্ব শেষ হয়েছে। এ পর্বের ১৪টি ম্যাচ শেষে শীর্ষস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে সিলেট পর্ব শুরু হবে।
দলগত পারফরম্যান্সে সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে চার ম্যাচ খেলে প্রতিটি ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। তাদের রান রেট ২.৭৭৫।
রবি ফ্রাইলিংক ও মুশফিকুর রহীমের দারুণ পারফরমেন্সে চার ম্যাচে তিন জয় ও এক হারে টেবিলের দুইয়ে অবস্থান করছে চিটাগং ভাইকিংস। তাদের রান রেট ০.১১১।
এ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রংপুর রাইডার্স শেষ দুই ম্যাচ হারলেও তালিকার তিনে রয়েছে। পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাশরাফি বিন মর্তুজার দলের রান রেট ০.৫২৭।
চার ম্যাচ খেলে দুটি জয় ও সমান দুটিতে হেরে ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেবিলের চারে অবস্থান করছে। তাদের রান রেট -০.৫৭৪।
কুমিল্লার মতো ঠিক একই পরিসংখ্যান নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী কিংস। নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে কুমিল্লার সমান পয়েন্ট নিয়েও পাঁচে অবস্থান করছে মেহেদি হাসান মিরাজের দল। তাদের রান রেট -১.০৬৮।
তিন ম্যাচে এক জয় ও দুই হারে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট সিক্সার্স। তাদের রান রেট -০.৫২২।
তবে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরে টেবিলের সাতে অবস্থান করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তাদের রান রেট -১.৫৪২।