রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ডের ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে ওই বাড়ির একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

মৃত ওই গৃহবধূর নাম উম্মে হাবিবা তানহা (২২)। সে ওই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজরুমে ঘুমিয়ে পড়েন উম্মে হাবিবা। সকালে তার শ্বাশুড়ি নাস্তা করার জন্য ডাকতে যায়।

- Advertisement -islamibank

এ সময় ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন হাবিবার মরদেহ ওড়না প্যাঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে।

পরে বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশের একটি টিম এসে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM