বায়েজিদে পেট্রোল বোমায় দগ্ধ সিএনজির ২ নারী যাত্রী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে সিএনজিতে থাকা দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে আতুরার ডিপোর তিন রাস্তার মোড়ে চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এতে দগ্ধরা হলেন- রাউজান উপজেলা পৌরসদরের ৬ নং ওয়ার্ডস্থ সিটিয়াপাড়া শান্তিনগরের বাসিন্দা কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) ও একই ওয়ার্ডস্থ জালালি হাট উজির আলী মাঝির বাড়ির বাসিন্দা বাদশা মিয়ার মেয়ে ঝর্ণা (৩০)। তারা সম্পর্কে দুই বোন।

স্থানীয় পথচারী আব্বাস আলী ও সিএনজি অটোরিকশা চালক মো. জমির জানান, কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাওয়ার জন্য রাউজান থেকে সিএনজি ভাড়া করেছিলেন।

- Advertisement -islamibank

মোট ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন ব্যক্তি মুখোশ পড়ে এসে অতর্কিতভাবে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে দুই যাত্রী দগ্ধ হয়।

তবে তাৎক্ষনিক সিএনজির সিলিন্ডারের লাইন কেটে দেয়ায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে আহত ২ নারী যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রবিবার সকালে বায়েজিদে পেট্রোলবোমায় দগ্ধ দুই নারীকে চমেক হাসপাতালে আনা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে হাসপাতালের ৩৬ নং বার্ণ ইউনিটে ভর্তি করে নেন। বর্তমানে দুজনই চিকিৎসাধীন বলে জানান আশেক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM