টি-টোয়েন্টির পর এবার জনপ্রিয়তা বাড়ছে টি-টেন লিগের। তাই এবার টি-টেন লিগ আয়োজন করতে যাচ্ছে কানাডাও।
আর দেশটির এই প্রথম আসরটিতে খেলতে খেলতে নারী-পুরুষ মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ১৩৭০জন ক্রিকেটার। যেখানে নাম আছে দুই বাংলাদেশিরও।
কানাডায় টি-টেন টুর্নামেন্ট চালুর প্রক্রিয়ায় নেমেছিলেন যুবরাজ সিং। শেষ পর্যন্ত ভারতীয় সাবেক তারকার ওই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে।
ক্রিকবাজ জানিয়েছে, যুবরাজ সিং কানাডা সুপার সিক্সটির অধীনে টি-টেন লিগ চালুর অনুমোদন পেয়েছেন।
যেখানে ৩৪টি দেশের ১১৩৫ পুরুষ এবং ২৩৫ নারী ক্রিকেটার নিজেদের নাম তুলেছেন রেজিস্ট্রেশনে।
প্রতিবেদনে দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ থাকলেও এই দেশ থেকে মোট কতজন নাম দিয়েছেন তা বলা হয়নি। ২ টাইগার ক্রিকেটার হচ্ছেন– মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে কানাডা টি-টেনের ড্রাফটের তালিকায় আছেন— ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সেইফার্ট, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসে, মার্টিন গাপটিল, ডেভিড মালান, চাঁদ বোয়েস ও গুদাকেত মোতি।
নারী ক্রিকেটারদের তালিকায় আছেন— ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, রোজমেরি মায়ের, ইডেন কার্সন, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, জেস জোনাসেন, শবনম ইসমাইল, লরা হ্যারিস, দিয়েন্দ্রা ডটিন, চিনেলে হেনরি, সিনালো জাফটা, এনকুলুলেকো ম্লাবা, ফাতিমা সানা খান ও লিয়া তাহুহু।
নারী-পুরুষ উভয় প্রতিযোগিতাই জুলাইয়ে শুরুর কথা রয়েছে। তাই খুব শিগগিরই টুর্নামেন্টটির উদ্বোধনী আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে।
স্কটিশ ক্রিকেট কিংবদন্তি ও টি-টেনের অ্যাসিস্টেন্ট টুর্নামেন্ট ডিরেক্টর কাইল কোয়েটজার জানিয়েছেন, ‘কানাডা সুপার৬০–তে খেলতে বিশ্ব ক্রিকেটের বড় বড় সব তারকার নাম দেখে আমি অনেক রোমাঞ্চিত।
তাদের অংশগ্রহণ এই প্রতিযোগিতাকে আরও উন্নত করবে, কানাডার ক্রিকেটারদের জন্য এটি অনেক মূল্যবান এবং দর্শকদের জন্যও হবে বেশ উত্তেজনাপূর্ণ।
জেএন/পিআর