ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ স্লুইচগেট এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ লিটার বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. সবুজ মিয়া (৪২)।

- Advertisement -google news follower

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬৮ বোতল বিমেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার সবুজ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশি দামে বিক্রি করতেন।

- Advertisement -islamibank

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলাদায়েরের পর বৃস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ