‘ইডিইউকে ব্র্যান্ড করে তুলেছে শিক্ষার্থীরাই’

‘দশ বছরে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাফল্যগুলো এসেছে শিক্ষার্থীদের হাত ধরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইডিইউকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমাদের শিক্ষার্থীরাই। যার ফলশ্রুতিতে তোমরা আজ এখানে। একদিন তোমরাই দূত হয়ে আরো অনেকদূর ছড়িয়ে দেবে ইডিইউর গল্প।’

- Advertisement -

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্প্রিং ২০১৯ সেমিস্টারে এমবিএতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা।

- Advertisement -google news follower

সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় ইডিইউ ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ বক্তব্য রাখেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করার পরিবর্তে আমরা সবসময় বর্তমান বিশ্বের প্রয়োজনীয়তা ও ট্রেন্ড অনুসারে আমাদের পাঠ্যক্রম নিত্য পরিবর্তন-পরিবর্ধন করি।

- Advertisement -islamibank

ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সৈয়দ শফিকউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে নবাগতদের অভিনন্দন জানান ও তাদের সাফল্য কামনা করেন।

সহকারী অধ্যাপক একেএম শারুল ইসলাম শিক্ষার্থীদের কাছে ইডিইউর শিক্ষাপদ্ধতি ও কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া। সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্নার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, প্রক্টর অনন্যা নন্দী, জ্যেষ্ঠ সহকারী রেজিস্ট্রার ফারহানা সিগমা। প্রেস বিজ্ঞপ্তি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM