মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।

- Advertisement -

নিহত ওবায়দুল (২৩) গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক বলে যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম জানিয়েছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।

- Advertisement -islamibank

আরো জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশির নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষন না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সীমান্তে একটি মরদেহ দেখা গেছে। মরদেহটি ভারতের অভ্যন্তরে রয়েছে। উভয় দেশের বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ চলছে। শনাক্ত করে নিহত ব্যক্তি বাংলাদেশি নিশ্চিত হলে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ