ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব

রাজনীতি ডেস্ক

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শতকরা ৪৩ ভাগ নারীর অংশগ্রহণকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

- Advertisement -

তিনি বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

- Advertisement -google news follower

গতকাল রবিবার (২৭ এপ্রিল) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মগবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির এসব কথা বলেন।

- Advertisement -islamibank

ডা. তাহের বলেন, আগামী নির্বাচনে আমরা তাদের পর্যবেক্ষক পাঠানোর কথা বলেছি। প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

সেই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়টিও আমরা তাদের অবহিত করেছি।

তিনি আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে তাদের বলা হয়েছে, যৌনকর্মীর লাইসেন্স প্রদান নারীর মর্যাদা ও অধিকারের প্রতি চরম আঘাত।

তারা এসব বিষয়ে আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তারা জামায়াতে ইসলামীতে শতকরা ৪৩ ভাগ নারীর অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।

বৈঠকে আমিরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব: ঢাকায় অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।

বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান।

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা বলেছি রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে নিজ ভূমিতে পুনর্বাসন করা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM