দেশের ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

অনলাইন ডেস্ক

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত বিবেচনায় ৫১টি পাথরকোয়ারির মধ্যে ১৭টির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা থাকা ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানানো হয়।

- Advertisement -

রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের গেজেটভুক্ত পাথর, সিলিকা বালু, নুড়িপাথর, সাদামাটি কোয়ারি মূহের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -google news follower

পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

এছাড়াও সভায় নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, রতনপুর ও লোভাছড়া এলাকায় পাথর কোয়ারির ইজারাও স্থগিত করা হয়েছে। আর যেসব কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে; সেগুলোর ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন পাথর উত্তোলনের আগে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, অবৈধভাবে পাথর উত্তোলনের ক্ষেত্রে শ্রমিকদের বাদ দিয়ে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা ও অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করার পর নিলামে না দিয়ে সরকারি নির্মাণকাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়।

জানা যায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে গত ১৩ জানুয়ারি এ স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। আর এবার ১৭টির ইজারা স্থগিতের সিদ্ধান্ত এলো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM