বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে মিরসরাইয়ে ডেকে ক্রেতার সর্বস্ব লুট,গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির চটকদার আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে নিজেদের নিয়ন্ত্রণে ডেকে নেন। পরে ওই ক্রেতাকে মারধর করে তার সর্বস্ব লুটে নিয়ে প্রাণনাশের হুমকি দেন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

- Advertisement -

তেমনি একটি অভিযোগ পেয়ে তদন্তে নামে মিরসরাই থানা পুলিশ। সংঘবদ্ধ চক্রটির একাধিক সদস্যকে শনাক্ত করে গত সোমবার রাতে অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয় ৭জন।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলায়।

পুলিশ জানায়, চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

জানা গেছে, চক্রটি অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে চাঁদপুরের এক বাসিন্দা চক্রটির সাথে যোগাযোগ করে।

বহিরাগত বুঝতে পেরে ভিকটিমকে মিরসরাই পৌর সদরের ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার সামনে ডেকে আনেন।

পরে গাড়ি দেখানোর নাম করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভিকটিমকে মারধর করে তার সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫শ টাকা এবং মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেন।

তাছাড়া এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে সংঘবদ্ধ চক্রটি। পরে ভুক্তভোগী ৭ জনের নাম উল্লেখপূর্বক মিরসরাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম মিরসরাই।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিমের সনাক্তকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা অভিযোগের বিষয় স্বীকার করায় ভিকটিমের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ