ওয়াশিংটন ডিসিতে ‘পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুর’

বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার দর্শকের আগমন

জাতীয় ডেস্ক :

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুরের (Passport DC’s Embassy Tour 2025) অংশ হিসেবে ‘ওপেন হাউস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে উপস্থিত হন।

- Advertisement -google news follower

পাসপোর্ট ডিসি হলো ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও জীবনধারা প্রর্দশন বিষয়ক একটি অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি হস্তশিল্পের স্টল স্থাপন করা হয়।

- Advertisement -islamibank

এসময় দর্শনার্থীরা বিভিন্ন পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন, সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে।

এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন। এতে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ