খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি’র নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করেন।
সভায় UN Food System Summit Stock Taking Moment (UNFSS STM+ 4) এবং খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণের বিষয়ে আলোচনা হয়।
এসময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএন/পিআর