ট্রেনে উঠতে পা পিছলে লোহাগাড়ার স্কুল শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নয়াপাড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনে ওঠার সময় পা পিছলে মোহাম্মদ শাহজাহান (৫৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

নিহত শাহজাহান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল লতিফের ছেলে ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

- Advertisement -google news follower

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কড়ইয়া নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম জানান, রবিবার (৪ মে) বোনের ছেলে (ভাগিনা)কে প্রাইভেট মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি সংক্রান্ত বিষয়ে সিলেট যান শিক্ষক শাহজাহান।

সেখানে প্রয়োজনীয় কাজ শেষে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। সোমবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া নয়াপাড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সময় তিনি নাস্তা কিনতে নামেন।

- Advertisement -islamibank

নাস্তা নিয়ে আসতে আসতে ট্রেন ছেড়ে দেয়ায় তিনি দৌড়ে এসে ট্রেনের দরজায় পা দিতেই বন্ধ হতে থাকা দরজায় পা আটকে যান।

এই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে যাওয়ার পর লোকজনের চিৎকার ও চেঁচামেচিতে ট্রেনটি থামে।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ