ফটিকছড়ি উপজেলা প্রশাসনের অভিযানে সরকারি ৮ শতক জমি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সরকারি ৮ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

- Advertisement -google news follower

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জমিটি দখলে রেখে অবৈধভাবে ১১ টি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বিষয়টি নজরে আসলে জমিটি দখলমুক্ত করার উদ্দ্যেগ নেওয়া হয় এবং অবৈধ দখলদােদের স্থাপনা সরিয়ে নিতে পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ দেওয়া হয়।

- Advertisement -islamibank

নোটিশের সময়সীমার মধ্যে দখলকারীরা কিছু স্থাপনা সরিয়ে নিলেও পুরোপুরি দখল ছেড়ে দেয়নি। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকল স্থাপনা অপসারণ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ