বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার থানা গেইট সংলগ্ন প্রধান সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী করে দেশীয় তৈরি দুটি এক নলা বন্দুক ও একটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের পুকুয়া থানাধীন টৈটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৭) ও উপজেলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ির আহমদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (৪১)।

- Advertisement -google news follower

আজ রবিবার (১১ মে) দুপুর ২টার দিকে বাঁশখালী থানার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

তিনি বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে থানা পুলিশের চৌকস একটি টিম রবিরার (১১ মে) সকাল সাড়ে ৬ টায় বাঁশখালী প্রধান সড়কের থানা গেইটে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিতে তল্লাশী চালায়।

- Advertisement -islamibank

এ সময় সিএনজিতে থাকা দুজনের হাতে দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। একটি বস্তার ভিতরে সাদা ও নীল রঙের পুরাতন চেক লুঙ্গির অংশ দ্বারা মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী সচল কালো রঙের একনলা বন্দুক লোহা ও কাঠের অংশ চারভাগে পৃথক পাওয়া যায়।

অপর প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর সাদা ও নীল রঙের পুরাতন চেক লুঙ্গির অংশ দ্বারা মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহা ও কাঠের অংশ দুই ভাগে পৃথক পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা হতে এসব অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘অস্ত্র উদ্ধার সংক্রান্তে বাঁশখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ