নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

- Advertisement -

বড় মাদকের চালানটি রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হয়। তবে এসময় চালানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -google news follower

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হতে দেখে বিজিবি।

সীমান্ত রক্ষাকারী বাহিনীর অবস্থান টের পেয়ে কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায় মাদককারবারিরা।

- Advertisement -islamibank

পরে ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার সকালে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিজিবির এই অভিযানে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ