ধ্বংস হয়েছে রাশিয়ার মহাকাশযান

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

শুক্র গ্রহের অনুসন্ধানে মহাকাশযান কসমস–৪৮২ পাঠিয়েছিলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

- Advertisement -

১৯৭২ সালের মার্চ মাসে শুক্র গ্রহ নিয়ে কাজ না করলেও এত দিন মহাকাশে অবস্থান করছিলো যানটি। অবশেষে কসমসের মিশন শেষ হয়েছে।

- Advertisement -google news follower

৫০ বছর বয়সী ল্যান্ডার প্রোবটি গত শনিবার (১০ মে) ভোরে পৃথিবীতে ফিরে আসে। ইন্দোনেশিয়ার জাকার্তার পশ্চিমে ভারত মহাসাগরের ওপর দিয়ে রাত ২টা ২৪ মিনিটে বায়ুমণ্ডলে প্রবেশ করে ভারত মহাসাগরে আছড়ে পড়েছে মহাকাশযানটি।

কসমসের পৃথিবীতে প্রবেশের তথ্য জানিয়েছে রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস।

- Advertisement -islamibank

ইউরোপীয় মহাকাশ সংস্থার ভাষ্যে, কসমস–৪৮২ যানটির পৃথিবীতে আগমন ছিলো অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত অবতরণের ওপর নজর রেখেছিলো ইউরোপীয় মহাকাশ সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত পুনঃপ্রবেশের পরে দৃশ্যমান প্রভাব জানা যায়নি।

ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ নজরদারি ও ট্র্যাকিং সংস্থা জানিয়েছে, অবজেক্ট কসমস-৪৮২ অবতরণের পরপরই ক্ষয় হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়।

কসমস–৪৮২ পৃথিবীতে ফিরে আসার কারণ হলো, এটিতে বিপদের ঝুঁকি ছিলো। আকারে ছোট প্রায় ৩ ফুট ব্যাস ও ওজন প্রায় ১ হাজার ১৯০ পাউন্ড বলে ঝুঁকি ছিলো।

অনিয়ন্ত্রিত এই মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার ঝুঁকি ছিল অনেক। বায়ুমণ্ডলে প্রবেশের সময় সম্পূর্ণ পুড়ে না গেলে, এর ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠে পতিত হতে পারে।

বড় আকারের যান হলে, এর ভারী অংশ অক্ষত থাকতে পারে এবং জনবসতিপূর্ণ এলাকায় পড়লে হতাহতের ঘটনা ঘটাতে পারে। অনেক সময় বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ বহনকারী যান দুর্ঘটনার কারণ হতে পারে।

১৯৭২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কসমস-৪৮২ প্রেরণ করে। ত্রুটির কারণে শুক্র গ্রহে আর যেতে পারেনি যানটি। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশের জন্য নকশা করা এই ল্যান্ডার প্রায় ৪৯৫ কেজি ওজনের ছিল এবং এর কাঠামো টাইটানিয়ামের তৈরি।

দীর্ঘ ৫৩ বছর পৃথিবীর কক্ষপথে ঘোরার পর ১০ মে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো যানটি।

শক্তিশালী নকশার কারণে কিছু অংশ অক্ষত অবস্থায় ভূপৃষ্ঠে পৌঁছানোর সম্ভাবনা ছিলো বলেও জানা গেছে। সূত্র: স্পেস ডটকম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ