উন্নয়ন কার্যক্রম সফল করতে তৃণমূলের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে: মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। তাই স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করতে হলে তৃণমূল নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

- Advertisement -

তিনি সোমবার সন্ধ্যায় লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর এবং চসিকের ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন। নগর পরিচালনা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

- Advertisement -google news follower

সভায় ওয়ার্ড নেতারা তাদের ওয়ার্ডের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা তুলে ধরেন। মেয়র তাৎক্ষণিকভাবে কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অন্যান্য প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের সঙ্গে যারা মাটির কাছাকাছি অবস্থান করেন, তারাই জানেন কোথায় কী প্রয়োজন, কী উন্নয়ন সবচেয়ে জরুরি। তাই পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণ উন্নয়নের গুণগত মান নিশ্চিত করবে।

- Advertisement -islamibank

মেয়র বলেন, চসিক শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকিমূলক খাদ্য বিতরণ, নাগরিক সেবা সহজীকরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, বর্তমানে চসিক টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করছে, যেখানে লক্ষাধিক পরিবারের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিধবা ভাতা প্রদান, জন্ম মৃত্যু সনদ প্রদান, নাগরিক সনদসহ বিভিন্ন নাগরিক সেবা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক নির্মাণ, আলোকায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে চসিক। এসব প্রকল্পের যথাযথ বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন থাকা দরকার বলে মন্তব্য করেন মেয়র।

ডা. শাহাদাত বলেন, তৃণমূলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ওয়ার্ড সচিবদের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। চসিকের অনেক সেবা এখন ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে, ফলে তথ্য ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, যদি তথ্য সঠিকভাবে আদান প্রদান করা না যায়, তাহলে সেবার মান ক্ষতিগ্রস্ত হবে। তিনি স্থানীয় নেতাদের আহ্বান জানান, তারা যেন তাদের ওয়ার্ডের মানুষের চাহিদা এবং সমস্যাগুলো নিয়মিত চসিককে জানিয়ে দেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিক সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, এডভোকেট মকবুল কাদের চৌধুরী, সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান, মাহবুব আলম, ইসমাঈল বালি, মোহাম্মদ আজম, এম এ মালেক, দিদারুর রহমান লাবু, ইয়াসিন চৌধুরী আসু, ডা. নুরুল আবসার, আরিফুল ইসলাম ডিউক সহ বিএনপি নেতৃবৃন্দ ও ৪১ ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ