চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছয়বাইয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে মুরগিবাহী একটি পিকআপ। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রফিক (৩৫) এবং আহতরা হলেন অনিক (৩২), বাচা (২৯) ও হৃদয় (২৫)। হতাহত সকলের বাড়ি হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, ফটিকছড়ি থেকে মুরগি বোঝাই করে পাহাড়ি পথ ধরে মীরসরাই সদরের দিকে আসছিল পিকআপটি।
ছয়বাইয়া নামক এলাকায় আসার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পিকআপটি। একপর্যায়ে পাহাড়ের খাদে পড়ে যায়।
রাস্তায় চলমান কয়েকটি গাড়ির চালক ঘটনাটি দেখতে পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ইনচার্জ শাফায়াত হোসেন জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের অনেক ঢালুতে পড়ে গিয়েছিলো। চারজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। মরদেহ মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
তাছাড়া একই ঘটনায় আহত তিনজনকে প্রথমে উপজেলা সদরের সেবা ও মাতৃকা হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
জেএন/পিআর