চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘরে ঢুকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
গত সোমবার দিনগত রাত ৩টার দিকে ওই এলাকার কৃষক মো. নুরুন্নবীর গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়। এতে নুনুন্নবীর পুরো পরিবার নিঃস্ব হয়ে গেছে।
নুরুন্নবীর স্ত্রী জানান, ইছামতি নদীর পাড়ে অতি কষ্টে আমরা কোরবানী উপলক্ষে চারটি গরু লালন পালন করে আসছি। তম্মধ্যে দুটি গরু প্রায় দেড়লাখ টাকা দামে বিক্রি করব বলে রেখেছিলাম। অন্য দুটি গাভীর দুধ নিক্রি করে সংসার চলছে কোনমতে।
গাভীর দুধ পানযোগ্য দুটি বাছুর রেখে গাভী দুটিসহ চারটি মোট দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গরু নিয়ে পরিবারকে নিঃস্ব করে গেছে। গরুগুলো উদ্ধার করে তাদের ফিরিয়ে দেয়ার আকুতি জানায় পরিবারটি।
গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার রাজানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, অন্যের জমিতে চাষাবাদ করে পরিবার নিয়ে কোন মতে চলছে কৃষক নুরুন্নবীর সংসার। দুইটি গাভীর দুধ বিক্রি করে সংসারের টুকিটাকি খরচ, ঔষধ খরচ মেটায়। গভীর রাতে তার শেষ সম্বল চারটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
জেএন/পিআর