চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে হঠাৎ রদবদল আনা হয়েছে।
গতকাল রবিবার (২৫ মে) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামি থানার বর্তমান ওসি মো. আরিফুর রহমানকে বদলি করে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বায়েজিদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পূর্বের দায়িত্বপ্রাপ্তি অনুযায়ী, আরিফুর রহমান ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর সিটিএসবি’র পরিদর্শক থেকে বায়েজিদ থানার ওসি হিসেবে নিয়োগ পান।
অপরদিকে, কামরুজ্জামান ২০২৪ সালের ৬ জানুয়ারি ডিবি উত্তর বিভাগের পরিদর্শক থেকে আকবরশাহ থানায় ওসি হিসেবে বদলি হন।
সিএমপি সূত্রে জানা গেছে, এই রদবদল প্রশাসনিক কাজের ধারাবাহিকতা রক্ষা এবং কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিতের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
জেএন/পিআর