সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান

অনলাইন ডেস্ক

ঈদুল আযহা সামনে রেখে বাসভাড়া তদারকি ও সড়কে শৃঙ্খলা আনতে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

শনিবার (৩১ মে) নগরীর অলঙ্কার মোড়ে এই অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

বিআরটিএর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ও সাদমান সহিদ।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে তিনটি মামলায় মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

এ সময় ম্যাজিস্ট্রেটরা দূরপাল্লার বাসে ভাড়া সংক্রান্ত কাগজপত্র যাচাই করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ