বিজিএমইএ নির্বাচনে ফোরাম জোটের ভূমিধস জয়

অনলাইন ডেস্ক

দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’।

- Advertisement -

ভোটের ফলাফলে দেখা গেছে, ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। আর চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জয়ী হয়েছেন ৬ জন। অর্থাৎ জয় পাওয়া ৩৫ জনের মধ্যে ৩১ জনই ফোরামের। বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র ৪ জন।

- Advertisement -google news follower

শনিবার (৩১ মে) ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ২ জুন এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

বিজিএমইএ ঢাকা অঞ্চলের ২৬ পদের ২৫টিতে জয়ী ফোরামের প্রার্থীরা হলেন- মাহমুদ হাসান খান, রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, মজুমদার আরিফুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল, কাজী মিজানুর রহমান, সামিহা আজিম, ইনামুল হক খান, শেখ এইচ এম মোস্তাফিজ, এ বি এম শামছুদ্দিন, আসেফ কামাল পাশা, মো. হাসিব উদ্দিন, জোয়াদ্দার মোহাম্মদ হোসনে কামার আলম, নাফিস-উদ-দৌলা, শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, রশীদ আহমেদ হোসাইনী, এম এ রহিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান এবং আনোয়ার হোসেন চৌধুরী। ঢাকায় একটি পদে সম্মিলিত পরিষদের ফারুক হাসান জয়ী হয়েছেন।

- Advertisement -islamibank

চট্টগ্রাম অঞ্চলের ৯ পদের ৬টিতে জয়ী ফোরাম প্রার্থীরা হলেন, সেলিম রহমান, মোহাম্মদ রফিক চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী এবং মো. শরীফ উল্লাহ। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের সৈয়দ মোহাম্মদ তানভীর, রাকিবুল আলম চৌধুরী ও এস এম তৈয়ব।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত বিজিএমইএর সর্বশেষ নির্বাচনে ৩৫ পরিচালক পদের বিপরীতে সবকটিতে জিতে যান সম্মিলিত পরিষদের নেতারা। এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএর পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন জোটের প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

৩৫ পরিচালক পদে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন ৭৬ জন। নির্বাচনে এক হাজার ৮৬৪ জন গার্মেন্ট মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছে। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএর সভাপতি আব্দুল মান্নান কচি দেশ ছাড়েন। পরে অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ পাঠান তিনি। এরপর বিজিএমইএর দায়িত্ব নেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

খন্দকার রফিকের নেত্বত্বে পুনর্গঠিত বোর্ড পোশাক খাতের অস্থিতিশীলতা সামাল দিতে না পারায় ২০ অক্টোবর রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ