সিলেটে ঘরের ওপর টিলা ধসে এক পরিবারের চারজন নিহত

অনলাইন ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

রোববার ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নিহতরা হলেন, বখতিয়ার ঘাট এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৫০), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

সকাল সাড়ে ৮টায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

- Advertisement -islamibank

তিনি বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। আর কেউ মাটির নিচে নেই। নিহতদের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে।

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। রাত আনুমানিক দুইটার দিকে ঘরের ওপর টিলা ধসে পড়ে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজের প্রথম স্ত্রী ও তার সন্তানদের উদ্ধার করে। কিন্তু দ্বিতীয় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ রিয়াজ উদ্দিন মাটিচাপা পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। রোববার ভোরে মাটিচাপা থেকে রিয়াজের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রিয়াজ উদ্দিনের মরদেহও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সিলেটে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪০৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ