সীতাকুণ্ডে অচেনা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আনুমানিক ৬০ বছর বয়সী অচেনা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ রবিবার (০১ জুন) বিকাল তিনটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রবিবার দুপুরে বারৈয়াঢালা ফরেস্ট অফিসের কাছাকাছি রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌছে থানা পুলিশের টিম। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, তাৎক্ষনিক মৃতদেহটির পরিচয় কেউই জানাতে পারেনি। আনুমানিক বয়স ৬০ বছর। লাশের ধরণ দেখে মনে হচ্ছে গত শনিবার কোন একসময় তিনি মারা যেতে পারেন।

- Advertisement -islamibank

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ