চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার কৃষক আবুল কালামের গোয়াল ঘর থেকে এক রাতেই তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১ জুন) দিবাগত রাতে গরুগুলো চুরি হয়।
এ বিষয়ে কৃষক আবুল কালম জানান, গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বাজারে নিতে পারলেই গরুগুলো অন্তত তিন লাখ টাকারও বেশি দামে বিক্রি করা যেতো।
কিন্তু রবিবার (১ জুন) দিবাগত রাতে চোরের দল তার টিনশেড গোয়ালঘরের দরজার শিকল কেটে গরুগুলো চুরি করে পালিয়ে যায়। এখন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন উল্লেখ করে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক আবুল কালাম।
এদিকে চুরির অভিযোগ পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন চন্দনাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
জেএন/পিআর