ফ্লাইটে একসঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাত থেকেই প্লেইনে একসঙ্গে সেলফি নেওয়া তিনটি ছবিও প্রকাশ করেন মিষ্টি জান্নাত।
দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
এছাড়াও এ নায়িকা শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ভিডিও স্টোরি পোস্ট করে সেখানে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘সি হু ইজ উইথ মি’ সঙ্গে তিনটি ইমোজি।
এর আগেও ডাক্তার মেয়েকে বিয়ে করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমন খবর শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর সে খবরের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে বিয়ের গুঞ্জনেও বেশ তোলপার হয়েছিল বিনোদন মহলে।
যওি সে সংবাদ চাউর হলে মিষ্টি নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর অবশ্য গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত।
কিন্তু মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন সেটি এখন ভাবিয়ে তুলছে নেটিজেন ও ভক্তদের।
ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।
তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন, সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।
কিন্তু কোথায় যাচ্ছেন, তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত-অনুরাগীরা; এখন দেখার বিষয় এ নিয়ে কী ব্যাখ্যা দেন এই দুই তারকা। অনেকে দুজনকে শুভকামনাও জানিয়েছেন।
জেএন/পিআর