মাঝপথে ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা দেরিতে পৌঁছাল তূর্ণা এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে। কুমিল্লার লাকসাম-নাউটি রেল সেকশনে চার ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে রেলপথ যাত্রীদের।

- Advertisement -google news follower

পরে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে রিলিফ ইঞ্জিন এনে সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটে ৭৪২ নম্বর তূর্ণা নিশিতা এক্সপ্রেসটি লাকসাম থেকে নাউটি পৌঁছালে ট্রেনের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে যায়।

- Advertisement -islamibank

এ সময় ট্রেনটি সেখানেই থেমে পড়ে। ফলে ওই সেকশনের অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলি লোকোশেড থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়।

ভোর ৭টা ৩০ মিনিটে বিকল্প ইঞ্জিন এসে তূর্ণা এক্সপ্রেসে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি নাউটি থেকে ছেড়ে সকাল ৭টা ৪০ মিনিটে নাঙ্গলকোট পৌঁছায়।

সেখানে সান্টিং (ইঞ্জিন পুনঃসংযুক্তি) সম্পন্ন করে ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। শেষ পর্যন্ত সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।

রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইঞ্জিনটি পুরোনো হওয়ায় মাঝে মাঝেই ত্রুটি দেখা দেয়। এ ধরনের সমস্যা কমাতে রক্ষণাবেক্ষণ আরও জোরদার করা হবে।

লাকসাম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিন বিকলের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত রিলিফ ইঞ্জিন পাঠানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ