মুক্তি পেল মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’

অনলাইন ডেস্ক

ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেল মোশাররফ করিম অভিনীত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া।’ অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এই সিরিজটির ট্রাকচালক আব্বাস চরিত্রে আছেন মোশাররফ করিম; যার স্ত্রী সংখ্যা আটজন। হাস্যরসাত্মক ঘরানার ৭ পর্বের এই সিরিজটি মুক্তির মাধ্যমে যেন আগেভাগেই ছড়িয়ে গেল ঈদের আনন্দ।

- Advertisement -

সিরিজটির গল্পপটে, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা।

- Advertisement -google news follower

এ নিয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেছেনন, ‘বোহেমিয়ান ঘোড়া শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।’

বিজ্ঞাপন

- Advertisement -islamibank

আব্বাস চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’

এর আগে ‘বোহেমিয়ান ঘোড়া’র পোস্টার-ট্রেলার প্রকাশের পর আব্বাস চরিত্রের মোশাররফ করিম আলোচনার কেন্দ্রে আসেন। অভিনেতার ৮ বউ এর ভূমিকায় আছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা-সহ আরও অনেকে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ