কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গান

অনলাইন ডেস্ক

গায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়; এখন এই শিল্পীর স্থান কয়েদখানায়। তবে সেখানেও নিজের স্থান খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছেন। ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে কারাবন্দি অবস্থায় সকল বন্দিদের গান শোনালেন নোবেল; সঙ্গে এক ভিন্নরকম ঈদ দেখল ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা।

- Advertisement -

শনিবার বিকেল তিনটের দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমস-আইয়ুব বাচ্চুর গান; গাইলেন ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। এছাড়াও নিজের একটি গানও পরিবেশন করেন।

- Advertisement -google news follower

নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ। ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো ‘আশা’ দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে, গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু হয় নোবেলের নামে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নোবেলকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ