বাঁশখালীতে মুহাম্মদ (সা:) কে কটুক্তিকারী প্রবীর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

- Advertisement -

সোমবার (৯ জুন) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত প্রবীর চৌধুরী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

- Advertisement -islamibank

খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বাঁশখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেষে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রবীর চৌধুরী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ