হত্যা মামলার ৪ আসামি ও তিন মাদক কারবারি ধরল র‌্যাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক চার আসামি ও তিন মাদক কারবারিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

অভিযানে ২৭ কেজি গাঁজা ও ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

- Advertisement -google news follower

বুধবার (১১ জুন) সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গত সোমবার ও মঙ্গলবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে হত্যা মামলার ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

এদের মধ্যে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়।

নগরের হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার একটি হত্যা মামলার প্রধান আসামি মোছা. মনসুরা আক্তার মনি ও মোছা. মাহফুজা আক্তার চাঁদনীকে গ্রেপ্তার করা হয়।

তাছাড়া বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে বরগুনা জেলার হত্যা মামলার আসামি মো. হানিফ সিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭।

একই সময়ে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকেও গ্রেপ্তার করেছে র‌্যাবের অভিযানিক টিম। তারা হলেন- মো. ইউসুফ, মো. রমজান ও মো. ইয়াছিন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ইয়াবা।

গ্রেপ্তার হওয়া সকল আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ