দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৪৯ জনের মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় ইস্টার্ন কেপ প্রদেশে বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে স্কুলশিক্ষার্থী রয়েছে বেশ কয়েকজন।

- Advertisement -

বুধবার (১১ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

- Advertisement -google news follower

ইস্টার্ন কেপ প্রদেশের মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে বলেন, ঘণ্টায় ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।

তিনি আরও বলেন, এটি তার প্রদেশে সবচেয়ে খারাপ বিপর্যয়গুলোর মধ্যে একটি। যোগ করেন, এর আগে এমন ঘটনা ঘটতে দেখেননি কেপ প্রদেশের মুখ্যমন্ত্রী।

- Advertisement -islamibank

এর আগে, গত মঙ্গলবার (১০ জুন) সকালে মথাতা শহরের একটি সেতু পার হওয়ার সময় একটি বাস পানির স্রোতে ভেসে যায়। বাসে থাকা চার শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ