রাঙ্গুনিয়ায় সেলুন থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের ভেতর থেকে আঠারো বছর বয়সী তরুণ মিঠুন দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সেলুনের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।

- Advertisement -google news follower

মৃত মিঠুন দাশ উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে।

একই এলাকায় অপর এসটি সেলুনের মালিক নিহতের বোন জামাই প্রদীপ দাশ জানান, প্রতিদিন সেলুনের কাজ শেষে রাতে একসাথেই দুজনে বাড়ি ফিরতেন।

- Advertisement -islamibank

কিন্তু গতকাল বুধবার রাতে তাকে সেলুন থেকে ডাকতে গেলে সে অন্যত্র প্রোগ্রাম আছে বলে রাতে ফিরেনি। পরদিন সকালেও সে ফিরে না আসায় দোকানে গিয়ে দেখেন ভেতর থেকে তালাবদ্ধ।

স্থানীয় লোকজন দোকানের গ্রিলের ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তালা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, প্রেম সংক্রান্ত বিষয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে৷

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ