মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে পুকুরের পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থীর নাম সালাহ উদ্দিন (১৪)। সে ওই এলাকার জহির উদ্দিনের ছেলে এবং স্থানীয় সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

- Advertisement -google news follower

নিহতের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে ডুবে যায় সালাউদ্দিন।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তার নিথর দেহ ভেসে ওঠলে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -islamibank

প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হোসেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ