মে মাসে আরও ৬১৪ জনের প্রাণ ঝরল সড়কে

দেশজুড়ে ডেস্ক :

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণে পাওয়া তথ্যানুযায়ী, বিদায়ী মে মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫২টি দুর্ঘটনায় ৬৫৮ জন নিহত এবং ১২১০ জন আহত হয়েছেন।

- Advertisement -

এর মধ্যে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬১৪ জন, আহত হয়েছেন ১১৯৬ জন। রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ১৪ জন আহত, এবং নৌপথে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন।

- Advertisement -google news follower

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে চিহ্নিত হয়েছে।

মে মাসে মোট ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত এবং ২০১ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৯.০২ শতাংশ, নিহতের ৪১.৬৯ শতাংশ এবং আহতের ১৬.৮০ শতাংশ।

- Advertisement -islamibank

ভৌগোলিকভাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ দুর্ঘটনা (১৩৯টি) ও বরিশাল বিভাগে সর্বনিম্ন (৩০টি) দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ১৪২ জন চালক, ৯৫ জন পথচারী, ৫৯ জন নারী, ৫৪ জন শিশু, ৬৬ জন শিক্ষার্থী, ২ জন চিকিৎসক, ১ জন মুক্তিযোদ্ধা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ।

পর্যবেক্ষণে দেখা যায়, দুর্ঘটনার ৪৯.৭ শতাংশই গাড়ি চাপার ঘটনা, ২৪.৯৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২০.১০ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং বাকিগুলো নানা কারণে সংঘটিত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ