ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ড. ইউনূসের বার্তা

জাতীয় ডেস্ক :

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১২ জুন) এক শোকবার্তায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টা লেখেন, আমি গভীর শোকের সঙ্গে আহমেদাবাদে একটি এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবর পেয়েছি, যাতে ২৪২ জন যাত্রী ছিলেন।

- Advertisement -google news follower

এই মর্মান্তিক ঘটনার কারণে যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এসময় প্রধান উপদেষ্টা লেখেন, এই দুঃখের মুহূর্তে, আমাদের প্রার্থনা ও সহানুভূতি সকল ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।

- Advertisement -islamibank

আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি এবং যেকোনোভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, ভারতের গুজরাটের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। বিমাটিতে ২৩২ যাত্রী ‍ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ