রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সব দলের উপস্থিতিতে অর্থবহ সংলাপ চায় জাতিসংঘ। বিশ্বসংস্থাটির বক্তব্য, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সব দল সম্মিলিতভাবে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হোক।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের পক্ষ থেকে সংলাপের এ আহ্বান জানানো হয়।
নির্বাচন ত্রুটিহীন ছিল না মন্তব্য করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে আমরা অর্থবহ সংলাপে বসার আহ্বান জানাচ্ছি, যেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যথাশীঘ্রই ইতিবাচকতা আসে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।