বাঁশখালীতে আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

শুক্রবার (১৩ জুন) রাত পৌনে ২টার দিকে মনকিচর ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে লাগা এ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -google news follower

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।

তবে তার আগেই ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেন এর স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের ছেলে নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির ছেলে মনির উদ্দিন ও নুর মোহাম্মদ, মো. হোছাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মো. হোসনের ছেলে মো. শাকিল, নুরুল আলমের মেয়ে কহিনুরের বসতঘর পুড়ে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।

- Advertisement -islamibank

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, আবুল কালাম বাবুল মাঝির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

এদিকে আগুনে খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী।

তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ কেজি করে চাউল ও দুটি করে কম্বল বিতরণ করেন। পরে আর্থিকভাবে সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ