সীতাকুণ্ডে মিনিবাসের চাপায় প্রাণ গেল হিজড়ার,আহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাসের চাপায় কাজলী নামে ৪৫ বছর বয়সী এক হিজড়ার মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক পথচারী।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টায় মহাসড়কের বারআউলিয়ায় হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত কাজলী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি গ্রামের অস্থায়ী বাসিন্দা কুড়িগ্রামের মো. আলমের সন্তান বলে জানা গেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে উপজেলার মহাসড়কের বারআউলিয়ায় চট্টগ্রামমুখী সড়ক পার হবার সময় দুই পথচারীকে চাপা দেয় একটি মিনিবাস।

- Advertisement -islamibank

এ সময় ঘটনাস্থলেই কাজলী নামে এক হিজড়া নিহত ও অপর একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ