বাঁশখালীর দক্ষিণ জলদি গ্রামে আসামি গ্রেপ্তার ও মালামাল জব্দ করতে গিয়ে আসামির দা’র কোপে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। শনিবার ( ১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জয়নিউজকে বলেন, দক্ষিণ জলদি গ্রামের মৃত জাকের হোসেন প্রকাশ জাকের মেম্বারের ছেলে জমির উদ্দিন প্রকাশ কালুর বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি ৩০৭ ও ৩২৬ ধারায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ মালামাল ক্রোকের নির্দেশনা ছিল আদালতের।
শনিবার থানা পুলিশ আদালতের নির্দেশ পালন করতে গেলে ঘরের নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আসামি জমিরের দা’র কোপে এএসআই প্রদীপ চক্রবর্তী ও নুরুন্নবী টিপু আহত হন। গুরুতর আহত প্রদীপ চক্রবর্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ক্রোকি মালামাল জব্দ করে ও জমির উদ্দিনের মা শামশুজ্জামান বেগমকে (৪৭) গ্রেপ্তার করে।
এএসপি (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। জমিরসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।