চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রেজিয়া বেগম (৪৫)কে প্রায় ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
খালের পানির এক ফুট উপরে ঝোপ-জঙ্গলে ভেসে থেকে জীবন বাঁচিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পানি কমলে বাঁচাও বাঁচাও এবং আল্লাহু আকবর শব্দে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
এর আগে বুধবার দুপুরে তিনি গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।
নিখোঁজ রেজিয়া বেগম উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুল আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল তিনটার দিকে নদীতে গোসল করতে যান রেজিয়া। গোসলের সময় ব্যবহৃত নদীর পাড়ে কাপড়-সাবান থাকলেও পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়দের ধারণা গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। কারণ নদীতে অথৈ পানিতে ভরা ছিল।
বিষয়টি জানাজানি হলে নদীর দু’পাড়ে উৎসুক জনতা ভীড় করতে থাকেন। নদীর বিভিন্নস্থানে তাকে তল্লাশি করে খোঁজাখুঁজি করতে থাকেন।
বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশিতে নামেন ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। কিন্তু কেউ তার খোঁজ পাননি।
অবশেষে সন্ধ্যায় নদীর পানি কমলে ওই নারীর জ্ঞান ফিরে আসলে সে বাঁচাও বাঁচাও, আল্লাহু আকবর বলে চিৎকার করতে থাকেন। সে সময় বাসিন্দারা সেখান থেকে তাকে উদ্ধার করেন।
স্থানীয় কাঞ্চনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সালাহউদ্দিন বলেন, ‘নদীর পানির এক হাত উপর কিছু ঝোপ-জঙ্গল থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো তার জ্ঞান ফেরেনি। তাকে সেবা-সুশ্রুষা করছি। জ্ঞান ফিরলে রহস্য জানা যাবে।’
জেএন/পিআর